নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামছে জামায়াতে ইসলামী। প্রচারের প্রথম দিনেই রাজধানীর ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভা করবে দলটি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
একইসঙ্গে সারা দেশে জামায়াতের প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করবেন—এমনটাই জানানো হয়েছে দলীয় সূত্রে।
বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব যুবায়ের জানান, রাজধানীর কর্মসূচি শেষে আগামী ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে যাবেন ডা. শফিকুর রহমান। পঞ্চগড় থেকে শুরু হওয়া এই সফরের প্রথম দিন ২৩ জানুয়ারি দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুরে বড় ধরনের পথসভা ও জনসংযোগ কর্মসূচি থাকবে। সফরপথে গুরুত্বপূর্ণ শহর ও বাজারগুলোতে তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।
২৪ জানুয়ারি রংপুরে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন জামায়াত আমির। এরপর পর্যায়ক্রমে গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুর, সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং সর্বশেষ পাবনায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। উত্তরবঙ্গ সফর শেষে ঢাকায় ফেরার কথা রয়েছে।
ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে আয়োজিত জনসভায় অংশ নেবেন ডা. শফিকুর রহমান। পরবর্তী কর্মসূচিগুলো স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নির্বাচনী প্রচারের এই সূচনার মধ্য দিয়ে মাঠপর্যায়ে জামায়াতে ইসলামীর সক্রিয় উপস্থিতি আরও দৃশ্যমান হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।