বঙ্গনিউজবিডি ডেস্ক: নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম আফতাবকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। দুর্বত্তদের গুলি বিএনপি নেতার পিঠে ও হাতে বিদ্ধ হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে শহরের স্টেশন বাজার এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘাটে।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর অভিযোগ, আওয়ামী লীগের সমর্থকরা গুলি করেছে।
স্থানীরা জানায়, সকালে স্টেশন বাজার এলাকার নিজ বাড়ি থেকে বের হচ্ছিলেন সাইফুল। এ সময় ১৫-২০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ৩টি গুলি করে। এরমধ্যে ২টি গুলি আফতাবের শরীরে বিদ্ধ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, তারা এখনো এ বিষয়ে কিছু জানেন না।