বঙ্গনিউজবিডি ডেস্ক : নরসিংদীর বাবুরহাটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
রোববার (২৯ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাবুরহাটে দেশের সবচেয়ে বড় পাইকারি কাপড়ের বাজার।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ। তিনি বলেন, বাবুরহাটের কাপর পট্টি থেকে আগুনের সূত্রপাত। আগুন চারপাশে ছড়িয়ে পড়েছে।
আগুন নিয়ন্ত্রণ আসে ০২/০৬ ঘটিকা।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।