আবুল হাসনাত তুহিন ফেনী:- অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন,
তরুন প্রজন্মের সামনে অবারিত সুযোগ রয়েছে দেশকে এগিয়ে নেয়ার। আমরা হয়তো গড়িয়ে গাড়িয়ে কিছুদিন বাঁচবো। কিন্তু তরুন প্রজন্মকেই দেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে। এ জন্য সবাই ভোট দিতে যাবেন। আপনারা যে সব অন্যায় অত্যাচার দেখতে চান না সেসব থেকে রক্ষা পেতে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে। নতুন প্রজন্মই হ্যাঁ ভোটের সুফল ভোগ করবে।দেশের নারী পুরুষ সকলে তাদের নিজ নিজ অধিকার ভোগ করতে হ্যাঁ ভোটকে বিজয়ী করতে হবে।
তিনি সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ফেনীর পৌর চত্বরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরো বলেন,দেশের সামনে অনেক কঠিন চ্যালেঞ্জ রয়েছে যা অস্বীকার করার উপায় নেই। সেগুলো মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। সংস্কার চলছে,আমরা চাই ভবিষ্যতে যে সরকার আসবে তারা যেন সংস্কার চলমান রাখে। আমরা দেশে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারতাম। নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও দেশ কাঙ্ক্ষিত লক্ষে এগোয়নি। দেশ একেবারে খাঁদের কিনারায় চলে গিয়েছিলো আমরা সেখান থেকে দেশকে টেনে তুলেছি। বিগত সময়ে ব্যাংক খাতে প্রচুর লুটপাট করা হয়েছে। এখনো ব্যাংক খুড়িয়ে খুড়িয়ে চলছে।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, ফেনী জেলা প্রশাসক মনিরা হক এবং পুলিশ সুপার শফিকুল ইসলাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।