বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি গোষ্ঠী ধর্মের নামে রাষ্ট্র ও সমাজে বিভাজন সৃষ্টি করতে চায়, তবে বিএনপি এতে বিশ্বাস করে না। রোববার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি অভিযোগ করেন, বিএনপিকে নেতিবাচকভাবে উপস্থাপনের অপচেষ্টা চলছে। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে তার সুস্থতায় দেশবাসীর দোয়ার কথা স্মরণ করেন।
মির্জা ফখরুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি জানান, দেশ গড়ার কর্মসূচি তারেক রহমানের নতুন বাংলাদেশের ভাবনার প্রতিফলন।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে দেড় বছরে এক কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্য ঘোষণা করেছেন তারেক রহমান। বিএনপিকে নেগেটিভ রাজনীতি থেকে বের করে জনগণের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।