গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ প্রতিনিধি : দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামের রিকশাচালক মোঃ তফিজুল ইসলাম রাজধানী ঢাকায় রিকশা চালাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রায় ২০ দিন আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় তাঁর একটি পা ভেঙে যায় এবং তিনি চলাফেরায় পুরোপুরি অক্ষম হয়ে পড়েন।
জীবিকার তাগিদে রাজধানীতে গিয়ে এমন মর্মান্তিক পরিস্থিতির শিকার হওয়া তফিজুলের পরিবার বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন। এই অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও স্থানীয় অনলাইন পোর্টালগুলোতে তাঁর চিকিৎসা ও জীবিকা নির্বাহের জন্য মানবিক সহায়তার আবেদন ছড়িয়ে পড়ে।
খবরটি জানতে পেরে দ্রুত সাড়া দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ। তিনি মানবিক দায়িত্ববোধ থেকে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সরাসরি তফিজুল ইসলামের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি তফিজুল ও তাঁর পরিবারের হাতে এক মাসের খাদ্যসামগ্রী এবং নগদ আর্থিক সহায়তা তুলে দেন। পাশাপাশি ইউএনও তানভীর আহমেদ পরবর্তীতে উন্নত চিকিৎসার ব্যবস্থার আশ্বাসও প্রদান করেন।
স্থানীয় বাসিন্দারা ইউএনও’র এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন এবং সমাজের বিত্তবানদেরও এমন সহানুভূতিশীল ভূমিকা পালনের আহ্বান জানান।