-এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, কুমিল্লা : শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কুমিল্লার চান্দিনা উপজেলার ৭৩ নং চাঁদসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। দীর্ঘ ২৩ বছর শিক্ষকতা শেষে বদলী জনিত কারনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় স্কুলের সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সহকর্মীদের রাজকীয় বিদায়ে সিক্ত হলেন সহকারী শিক্ষক মুহাম্মদ ইসমাইল স্যার।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিক্ষকের বদলী জনিত বিদায় উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, ২০০৩ সালের ১৭ জুন সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।দীর্ঘ ২৩ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালে সিনিয়র সহকারী শিক্ষক ছিলেন তিনি। প্রিয় শিক্ষকের বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন শিক্ষক-শিক্ষিকাসহ সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীরা। বিদায় দিতে শিক্ষককে ফুল দিয়ে বরণ করে স্কুলে নিয়ে আসেন সবাই। তারপর মঞ্চে উঠিয়ে সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী মোহাম্মদ সুজন ,জুয়েলসহ অন্যান্য সকলেই বলেন তিনি ছিলেন আমাদের আলোর পথপ্রদর্শক ও আদর্শ শিক্ষক। যার সততা,দেশপ্রেম, নৈতিকতা ত্যাগ ও নেতৃত্ব আজীবন প্রেরণা হয়ে থাকবে।