বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে সময় ভালো নয়, কঠিন সময় আসছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৭ ডিসেম্বর) ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক বিএনপির আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি জরুরি। সরকার গঠন করতে পারলে শুরুতেই এই দুই বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
তিনি দাবি করেন, দুর্নীতির লাগাম টানতে একমাত্র বিএনপিই সক্ষম। অতীতেও বিএনপি তা করেছে, ভবিষ্যতেও করবে।
এ সময় দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও দেশের স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।