নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি দেশের প্রায় ১৩ কোটি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
সিইসি জানান, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে নির্বাচন কমিশন ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি শুরু করেছে। প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা তফসিলে স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময় শেষে শুরু হবে মনোনয়নপত্র যাচাই-বাছাই, যা স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ধাপ।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের পর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে। প্রতীক পাওয়ার পরই প্রার্থীরা মাঠে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচনী প্রতিশ্রুতি, ইশতেহার এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে তখন তারা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন।
এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যে চূড়ান্ত ভোটার তালিকা ও ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের ১২ কোটি ৭৬ লাখের বেশি ভোটার এবার ভোট দেবেন। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে পর্যায়ক্রমে প্রস্তুতি শুরু হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী, মাঠ প্রশাসন এবং নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু হবে, যাতে ভোটের দিন সর্বোচ্চ নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখা যায়।