নিজস্ব প্রতিবেদকঃ দেশের পরবর্তী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায়। নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন (ইসি) সচিব এই তথ্য নিশ্চিত করেছেন।
ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার পরপরই মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দসহ পুরো নির্বাচনী কর্মপরিকল্পনা স্পষ্ট হয়ে যাবে। একই সঙ্গে মাঠপর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও আরও জোরদার হবে।
ইতোমধ্যে নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ, পোলিং সেন্টার চূড়ান্তকরণ, প্রশিক্ষণ কার্যক্রমসহ বিভিন্ন প্রস্তুতি শেষ করেছে। তফসিল ঘোষণার দিন নির্বাচন কমিশন ভবন ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানা গেছে।
রাজনৈতিক অঙ্গনে তফসিল ঘোষণাকে ঘিরে উত্তেজনা ও আলোচনা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলও তফসিল ঘোষণার আগেই তাদের কর্মসূচি ও কৌশল ঠিক করতে ব্যস্ত সময় পার করছে।
ইসি কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণা সরাসরি টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার করা হবে