বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : আজ ১৯এপ্রিল২০২৫, শনিবার,সকাল ৭ ঘটিকায় , রাজধানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্র (টি,এস,সি’) পায়রা চত্বর, বিশ্ব মানবতার আহ্বানে
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে
ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব , মর্নিং রাইডার্স যৌথ উদ্যোগে
“মার্চ ফর গাজা সাইকেল র্যালি”
আয়োজন করা হয়।
এ,র্যালিতে দেশের জাতীয় ভিত্তিক সম্মাননা সংগঠন একাত্মতা ও সংহতি প্রকাশের মধ্য দিয়ে অংশ নেন,
কেরানীগঞ্জ সাইক্লিস্ট সোসাইটি,
মনিপুর রাইডর্স,পীরেরবাগ রাইডার্স,
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ, বিডি ট্যুরিস্ট সাইক্লিস্ট, সহ আরো অনেক সংগঠন।
এ,সময় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের
প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরণ সহ ভারতের মুসলিম ভাই-বোনদের অমানবিক নির্যাতনের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। ভারত সরকার যে waqf bill পাশ করেছে সেটার প্রতি তীব্র নিন্দা প্রকাশ করে cyclist রা..
সারাবিশ্বে নির্যাতিত মুসলিমদের নানাবিধ আন্দোলনের প্রতি সংহতি জানানো আমাদের ঈমান ও কর্তব্য পালনে সকল
মানববাদী কে
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান,
বলেন,ফিলিস্তিনে নৃশংস হত্যাকাণ্ডে অবুঝ নিষ্পাপ শিশু,নারী-পুরুষ কেউ রেহাই পাচ্ছে না। এটা সরাসরি মানবতাবিরোধী অপরাধ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,সাধারণ সম্পাদক শেখ মো:মেহেদী হাসান,মর্নিং রাইডার্সের চীফ এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর রুহুল আমিন, কো-অর্ডিনেটর রুবায়েত হাসান রাতুল, বাংলাদেশ
সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের, সভাপতি মোঃ আমিনুলইসলাম টুববুস,
কেরানীগঞ্জ সাইক্লিস্ট সোসাইটির, সমন্বয়কারী মোঃ রফিকুল হাসান,
বিজি ট্যুরিস্ট সাইক্লিস্টের সমন্বয়কারী,
মোঃ রিয়াজ উদ্দিন,পীরেরবাগ রাইডার্সের এডমিন রাজু আহমেদ,মনিপুর রাইডার্সের, প্রধান সমন্বয়ক মোঃ জাহিদ ইসলাম,সহ প্রমুখ।
এ র্যালিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্র শিক্ষক কেন্দ্র (টি,এস,সি’) পায়রা চত্বর থেকে শুরু করে
বিভিন্ন প্রান্তে ঘুরে,থেমে প্রতিবাদ,
স্লোগানে মুখরিত হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হয়।