বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিকেল,৪ঘটিকায়, ঢাবি ছাত্র শিক্ষক কেন্দ্র পায়রা চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাব আয়োজিত যথাযথ মর্যাদায়
” বিশ্ব বাইসাইকেল দিবস উপলনক্ষে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
এবারে প্রতিপাদ্য ছিল,
শারীরিক ও মানসিক প্রশান্তিতে সাইক্লিং” এ স্লোগানকে সামনে রেখে,
তৌহিদুর রহমানের সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেওবে উপস্থিত ছিলেন,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার। উদ্ধোধন উপলক্ষ্যে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবকে ধন্যবাদ ২৪ পরবর্তী সময়ে ক্যাম্পাসে সাইক্লিং এর পুনঃজাগরণের কাজে লেগে থাকার জন্য। আমাদের ক্যাম্পাসে যদি নিয়মিত সাইক্লিং হয় বেশিদিন হয়তো লাগবে না ক্যাম্পাসের রাস্তাসমূহে সাইকেল লেন বাস্তবায়ন করা
।” তিনি সাইক্লিং এর বহুবিধ সুবিধা বর্ণনা করে
বর্ণাঢ্য সাইকেল র্যালি শুভ উদ্বোধন
করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
৬৪ জেলা সর্বপ্রথম সাইকেল ভ্রমণকারী, খন্দকার আহম্মদ আলী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবকে জাতিসংঘ ঘোষিত বিশ্ব সাইক্লিং দিবস উপলক্ষ্যে এই র্যালীটি আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সকলকে র্যালী চলাকালীন সময়ে শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে র্যালীটি শেষ করার আহবান জানান।
বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের
সভাপতি, আমিনু ইসলাম টুববুস বলেন,
সাইক্লিং যাতায়াত মাধ্যমে ব্যক্তি ও রাষ্ট্রের শক্তিশালী টেকসই উন্নয়ন আনা সম্ভব।
বাইসাইকেল এমন একটি বাহন,
যা আমাদের দৈনন্দিন যাতায়াত মাধ্যমকে সহজ ও সাবলীল করে তুলে,
এর উপকারিতা ব্যাপক!
দেশের পরিবেশ উন্নয়নে সকল নাগরিকদের সাইক্লিং উৎসাহিত করণে বিভিন্ন সুযোগ সুবিধা তৈরি করা রাষ্ট্রের করা জরুরী।
আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,
মর্নিং রাইডার্সের ট্রেইনার আরমান হোসেন সহ প্রমুখ সাইক্লিস্ট।
র্যালীটির নেতৃত্ব দেন, ঢাবি সাইক্লিং ক্লাবের
সাধারণ সম্পাদক মোহাম্মদ শেখ মেহেদী হাসান,
বিভিন্ন হলের ছাত্রছাত্রীরা
সাইকেল র্যালিতে অংশ নিতে দেখা যায়।
র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।