বঙ্গ নিউজ বিডি ডেস্ক : ঢাকা কলেজের আক্তারুজ্জামান ইলিয়াস ছাত্রাবাসকে আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)। দীর্ঘদিন ধরে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির দেয়াল ও ছাদ থেকে নিয়মিত খসে পড়ছে পলেস্তারা। ভবনের বিভিন্ন স্থানে বের হয়ে এসেছে লোহার রড, যা পুরো ভবনটিকে কঙ্কালের মতো নাজুক করে তুলেছে।
এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও শিক্ষার্থীদের একাংশ বাধ্য হয়ে ওই ছাত্রাবাসেই বসবাস করছেন। বিকল্প ব্যবস্থা না থাকায় তারা জীবনের ঝুঁকি নিয়ে রাত কাটাচ্ছেন ভাঙনের আতঙ্কে।
কলেজ প্রশাসন জানিয়েছে, ভবনটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। এ অবস্থায় ছাত্রাবাসে অবস্থান করা শিক্ষার্থীদের সতর্ক করে প্রশাসন আরও জানিয়েছে—কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়ভার প্রতিষ্ঠান নেবে না।