ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : নির্বাচন কমিশনের নির্দেশনা ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আজ সকালে ডুমুরিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। সকাল ৭টা ৩০ মিনিটে ডুমুরিয়া উপজেলার ১নং ধামালিয়া ইউনিয়নের ধামালিয়া গ্রাম থেকে তাঁর প্রচারণা কার্যক্রমের সূচনা হয়। এ উপলক্ষে ধামালিয়া গ্রামে একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়।
নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আগামীতে একটি সুখী, সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। আমরা যেমন তেঁতুল গাছ লাগিয়ে আমের আশা করতে পারি না, তেমনি একজন দুর্নীতিবাজ মানুষকে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখা অবাস্তব। আম খেতে হলে অবশ্যই আমের বিচি রোপণ করতে হবে।”
তিনি বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে সৎ নেতৃত্বের অভাবে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক, যারা আল্লাহভীরু, সৎ ও জনকল্যাণে নিবেদিত থাকবে।”
এ সময় তিনি আরও বলেন, “আমি সবসময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতেও ইনশাআল্লাহ আপনাদের পাশে থেকেই কাজ করে যেতে চাই। এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক উন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”
অনুষ্ঠান শেষে তিনি ধামালিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে যান এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের খোঁজখবর নেন, তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।