সোমবার দুপুরে সদরের ফাড়াবাড়ির চেপ্টিকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সইবুর রহমান(৩২) সদর উপজেলার কহরপাড়া গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারাবাড়ি এলাকার বিভিন্ন জায়গায় থেকে সবজি ক্রয়ের পর ট্রাক লোড করে শ্রমিক ও ব্যবসায়ীরা ট্রাক যোগে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিল। এ সময় ওই চেপ্টিকুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা ১৭ জন শ্রমিক ও ব্যবসায়ী সড়কে ছিটকে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।