ক্রাইম রিপোর্টার: কাজল (ইব্রাহিম)
জামালপুর জেলা পুলিশের ডিবি-১ এর চৌকস অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
ইংরেজি ১৫ জুন ২০২৫, রাত ৯টা ৩০ মিনিটে জামালপুর সদর থানার ডাকপাড়া এলাকার চাঁনপাড়া মোড়, শেরপুর রোডে মো. আমজাদ হোসেন (৪৫) এর চায়ের দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন—
১। মো. সাইফুল ইসলাম শিপন (৪৫), পিতা—মো. বাক্কী মিয়া, সাং—মুন্সিরচর, থানা—শেরপুর সদর, জেলা—শেরপুর।
২। শিহাব আকন্দ বিশাল (৩২), পিতা—মো. গোলাম মোস্তফা, মাতা—শাহনাজ পারভিন, সাং—ইকবালপুর, ৩নং ওয়ার্ড, জামালপুর পৌরসভা।
৩। মো. রাকিবুল ইসলাম ওরফে উৎস (২৪), পিতা—আঃ রাজ্জাক (কায়ে), মাতা—আলেয়া বেগম, সাং—চর ভাটিয়ানী, ইউনিয়ন—সিধুলী, থানা—মাদারগঞ্জ, জেলা—জামালপুর।
৪। মো. নাজমুস সাকিব ওরফে অনয় (৩৪), পিতা—মো. আব্দুল জব্বার মণ্ডল, সাং—সকালবাজার (বাজারি পাড়া), ৪নং ওয়ার্ড, জামালপুর পৌরসভা।
জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আপেল মাহমুদ ও এসআই (নিঃ) মো. এহসানুল হক এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর টিম এ সফল অভিযান পরিচালনা করে।
আটকদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।