জাতীয় প্রেস ক্লাব কবিতাপত্র পরিষদের নিয়মিত কবিতা পাঠের আসর ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে।
কবি ও বীর মুক্তিযোদ্ধা অরুণ কর্মকার এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ‘ বাংলা কবিতায় বৈশাখ’ প্রসঙ্গে আলোচনা করেন কবি মিলি হক।
অনুষ্ঠানে কেক কেটে কবি শাহীন চৌধুরীর জন্মদিন পালন করা হয়।
আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সত্তর দশকের কবি ও গবেষক দিলারা হাফিজ এবং কবি ও গবেষক ডক্টর সৈয়দ রনো। কবিতা পাঠ করেন কবি শ্যামলী মণ্ডল, কবি সালাম জোবায়ের, কবি বজলুর রায়হান, কবি ইলিয়াস হোসেন, কবি জীবন ইসলাম, কবি লিলি হক, কবি শাহনাজ পলি, কবি রুহুল গনি জ্যোতি, কবি রফিক হাসান, কবি জহুরুল ইসলাম মঞ্জু, জয়নাল আবেদীন জয়, সেলিম আজাদ চৌধুরী, খন্দকার মশিউর রহমান, নাসরীন গীতি, মিয়া আসলাম প্রধান, শিবু কান্তি দাস, জান্নাতুল ফেরদৌস পান্না, বিমল সাহা, চান মিয়া চান্দু, আতিকুজ্জামান খান, শহীদুল ইসলাম জয়, কাওসার হোসেন সুইট, মাহাসরূপা হাসান, এন ইসলাম খন্দকার প্রমুখ।