গণসমাবেশের সমন্বয়ক কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, গতকাল রাতে অনেক নেতা-কর্মী সমাবেশের মাঠে রাত কাটিয়েছেন। তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আজও অনেকে বিভিন্ন স্থান থেকে রওনা হয়েছেন।
এ দিকে সমাবেশের একদিন আগ থেকেই (শুক্রবার) বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ধর্মঘটের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল, মাইক্রাবাস, ছোট ট্রাকে করে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। যারা ইতোমধ্যে চলে এসেছেন, তাদের অনেকেই বৃহস্পতিবার রাত থেকেই সমাবেশস্থলে রয়েছেন। কেউ সঙ্গে খাবার, বিছানাপত্র ও পানি নিয়ে এসেছেন। বাকিদের জন্য সমাবেশ মঞ্চের পাশেই রান্নার ব্যবস্থা করা হয়েছে।
উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশাল বিভাগে গণসমাবেশ করা হয়েছে।



