মোঃ সবুর শেখ, ফুলতলা উপজেলা প্রতিনিধি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগর শাখার উদ্যোগে ২৩/০১/২০২৬ ইং তারিখ রোজ মঙ্গলবার বিকালে খুলনা সার্কিট হাউস ময়দানে এক বিশাল জনসভার আয়োজন করা হয়।উক্ত জনসভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর জামায়াতের আমীর ও আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত আমিরে জামায়াত ডঃ শফিকুর রহমান। এছাড়া খুলনা-৫ আসনের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরয়ার সাহেব সহ খুলনা জেলা ও মহানগর শাখার সকল দায়িত্বশীল ব্যক্তি বর্গ। জনসভায় বিশেষ ভাবে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো,সব মিলিয়ে জনসভা মাঠ ও আশেপাশের এলাকা বিশাল জন সমূদ্রে রুপান্তরিত হয় এবং এই জনসভায় আমিরে জামায়াত খুলনা জেলার ছয়টি আসনের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে দাড়িপাল্লার শ্লোগান দেন এবং সমস্ত জনসভা মাঠ থেকে মিছিলে মিছিলে প্রকম্পিত হয়ে ওঠে।