বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : সম্প্রতি আন্তর্জাতিক যুব সংগঠন গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিল বাংলাদেশ চ্যাপ্টার-এর উদ্যোগে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে যুক্তরাজ্য প্রবাসী জনাব আলী রেজাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব মনসুর আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জনাব ফেরদৌস খান আলমগীর এবং গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিলের গ্লোবাল সেক্রেটারি জনাব সোহাগ মহাজন।
সংবর্ধনা অনুষ্ঠানে গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিলের পক্ষ থেকে জনাব আলী রেজাকে অফিসিয়াল পিন পরিয়ে সম্মাননা প্রদান করা হয়। একই সঙ্গে তাকে গ্লোবাল ইউথ ডেভেলপমেন্ট কাউন্সিল ইউকে ও ইউরোপিয়ান কন্টিনেন্টাল কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সাপ্তাহিক ছয়ালোক এর প্রধান আলোকচিত্র শিল্পী জনাব মোস্তাফিজুর রহমান মিন্টুসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা তরুণ নেতৃত্ব বিকাশ, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুবদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং প্রবাসী বাংলাদেশিদের অবদানের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন।