এ কে এম আজাদ বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ১৪ই আগস্ট বিকেল ৩ ঘটিকার সময় চান্দিনা পৌর কমিউনিটি সেন্টারে চান্দিনা উপজেলা প্রশাসনের উদ্যোগে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, চান্দিনা উপজেলার ২৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭৬ জন জিপিএ ৫ পয়েন্ট পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের এই সংবর্ধনা প্রদান করা হয়।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হক এর সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর,
চান্দিনা ডাক্তার ফিরোজা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার হোসেন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চান্দিনা থানা অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান ও চান্দিনা উপজেলার ২৭ টি উচ্চ বিদ্যালয় – মাদ্রাসা প্রধান শিক্ষকগণ ও সকল উচ্চ বিদ্যালয় – মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি গন এবং শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের পক্ষ হইতে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের কে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্যে বলেন শিক্ষার মান উন্নয়নে, স্কুল শিক্ষক – শ্রেণী শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সকলে মিলে, লেখাপড়া নজর রাখতে হবে, শিক্ষার্থীরা যেন ভালোভাবে লেখাপড়া করে, উন্নত শিওরে পৌঁছাইতে পারে আমরা সকলেই সজাগ থাকতে হবে, সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।