1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার মাঠে ধানের শীষ: পাঁচগাছিয়ায় মোশাররফ–মারুফের বার্তায় ভোটের হাওয়া কৃষি, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিশ্রুতি : তারেক রহমানের কুমিল্লা-১ এ ধানের শীষের গণজোয়ার, উন্নত বাংলাদেশের ডাক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী প্রচারণায় হামলা- প্রশাসন নিরব খুলনায় ১১ দলীয় জোটের নিবাচনী জনসভা অনুষ্ঠিত। স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের সচিবের ইচ্ছায় এবার বিটিভির প্রধান প্রকৌশলী হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম দাউদকান্দিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার, মারুকা–বিটেশ্বরে ড. মোশাররফ হোসেনের জনসভায় জনসমর্থনের বিস্ফোরণ মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: পুলিশের বিশেষ অভিযানে প্রধান দুই আসামি গ্রেফতার ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিল সার্কিট হাউজ মাঠ

উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির মাসিক সভা ও ইউএনওর সাথে মতবিনিময় অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৭৬ বার দেখা হয়েছে

কক্সবাজার থেকে:কামরুন তানিয়া : কক্সবাজারের উখিয়ায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির ৬ ষ্ঠ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয়করণের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদান্ত গ্রহণ করা হয়।

সোমবার (৫ মে) দুপুর আড়াই টায় উখিয়া পরিষদ চেয়ারম্যানের পুরাতন ভবন সংলগ্ন গ্লোবাল ট্রেইনিং সেন্টার উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় “গ্লোবাল নেটওর্য়াক অব উইমেন পিস বিল্ডার্স”-এর সহায়তায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) কর্তৃক বাস্তবায়নাধীন “টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় উখিয়া উপজেলা স্টিয়ারিং কমিটি নারী, শান্তি ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

সোমবারের সভায় বিগত সভার বিষয়বস্তু পর্যালোচনা এবং শান্তি বিনির্মাণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা ও সিদান্ত গ্রহণ করা হয়।

সভায় সীমান্তবর্তী উখিয়া উপজেলায় মাদক, বাল্যবিবাহ, বহুবিবাহ, বিবাহবিচ্ছেদ ও যৌন নিপীড়ন প্রতিরোধে সরকারি-বেসরকারি উদ্যোগে গঠিত কমিটিগুলোকে জনকল্যাণমুখী করতে গ্রাম আদালত, থানায় নারী ও শিশু বিষয়ক হেল্প ডেক্সে নারী কর্মকর্তার মাধ্যমে ষেবা নিশ্চিত করা হয়।

তা ছাড়াও উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ সমুহে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে এবং মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করা হয়।

নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মপরিকল্পনার মূল বিষয় যথাক্রমে অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পূর্নবাসন বিষয় সমূহ যথাযথভাবে নিশ্চিতের জন্য এডভোকেসি কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নিয়মিত মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

উখিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও স্টিয়ারিং কমিটির সদস্য শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনা করেন, কক্সবাজার সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও স্টিয়ারিং কমিটির সদস্য মোজাফফর আহমেদ, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাধারণ সম্পাদক জসিম আজাদ, আরাকান খেলাঘরের সভাপতি এসএম জসিম উদ্দিন, উখিয়া নাগরিক পরিষদের প্রচার সম্পাদক রফিক উদ্দিন, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সম্পা চৌধুরী, মানবাধিকার কর্মী কমরুন নেছা কক্সবাজার জেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সাধারণ সম্পাদক , মানবাধিকার কর্মী কামরুন নেছা (তানিয়া) এবং সমাজ কর্মী আনজুমা আরা বেগম এই সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর সমন্বয়কারী এস.জেড.এম আবু রায়হান।

উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) ও উপজেলা স্টিয়ারিং কমিটি মুখ্য ভূমিকা পালন করে যাচ্ছে।

এদিকে একইদিন সকাল সাড়ে ১১ টায় উখিয়া উপজেলা নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সদস্যদের সাথে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় কর্মপরিকল্পনা স্থানীয়করণের বিষয় সম্পর্কে উপজেলা নির্বাহী অফিসাকে অবহিত করা হয়। পরে উক্ত কর্মপরিকল্পনার ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদান্ত গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com