বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দেশবাসীকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (২৪ ডিসেম্বর) এক ভার্চু্য়াল ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।
রুহুল কবির রিজভী বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে কোন আসনে কোন প্রার্থী কত ভোট পাবেন, তা নির্ধারণ হয়ে গেছে। যে সরকার জনগণের অধিকার রক্ষা করে না, সম্মান দেয় না, তাদের সব কর্মকাণ্ডে অসহযোগিতা ও ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করতে হবে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার রাস্তা উন্মুক্ত করতে হবে। তাই দেশবাসীর প্রতি আহ্বান, এই ভোট বর্জন করুন।
তিনি বলেন, সরকার নজিরবিহীন ও নির্লজ্জ কায়দায় সিট ভাগাভাগী করে ভোট ভোট খেলায় মেতে উঠেছে। ১৭৪ আসন প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অটোপাস হলেও ভোট নাটকের জন্য ধরে রাখা হয়েছে। আসলে নিশিরাতের ভোট ডাকাত সরকার ভেতরে ভেতরে এক্সিট খুঁজছে। প্রধানমন্ত্রীকে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা পরীক্ষার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, দেশের জনগণ জানে, তারেক রহমানের ক্যারিশমাটিক নেতৃত্ব, অভাবনীয় জনপ্রিয়তা, রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা আর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে সরকার আতঙ্কিত, সন্ত্রস্ত। তার নেতৃত্বে এখন দুর্বার আন্দোলনে টালমাটাল গোটা দেশ।
রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নামে মিথ্যাচার করা হচ্ছে। প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে গালিগালাজ, মিথ্যাচার, লাগামছাড়া, উসকানিমূলক, অসংলগ্ন ও ভারসাম্যহীন-জিঘাংসামূলক বক্তব্য রাখছেন। গত দুদিন যা বলেছেন তাতে বাক্যদূষণে ধুলোবালির পরিমাণ ছিল অনেক বেশি, যা উচ্চারণ যোগ্য নয়। যা কোনো সভ্য দেশের সরকার প্রধানের মুখের ভাষা হতে পারে না।