নিজস্ব প্রতিবেদক : অ্যাপভিত্তিক অনলাইন ট্রেডিং বা ‘ফরেক্স ট্রেডিং’-এর নামে দেশে সক্রিয় হয়ে উঠেছে এক ভয়ংকর ডিজিটাল প্রতারক চক্র। ঘরে বসে আয়ের লোভনীয় অফার দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা। জুয়া ও প্রতারণার এই মরণফাঁদে পা দিয়ে নিঃস্ব হচ্ছে দেশের অসংখ্য সাধারণ মানুষ। আর দেশজুড়ে ছড়িয়ে পড়া এই বিশাল সিন্ডিকেটের মূল হোতা হিসেবে উঠে এসেছে শাকিব উদ্দিন নামের এক যুবকের নাম।
অনুসন্ধানে জানা যায়, শাকিব উদ্দিন বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। দেশে থাকাকালীন তিনি সাধারণ মানুষের শত শত কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়ে দুবাই পালিয়ে যান। তবে পালিয়ে গিয়েও থামেনি তার অপকর্ম; বরং সেখান থেকেই এখন নিয়ন্ত্রণ করছেন এই ডিজিটাল জুয়ার সাম্রাজ্য। দুবাইয়ে বসে তিনি আগের চেয়েও বেপরোয়া হয়ে উঠেছেন। তার প্রত্যক্ষ মদতে দেশের প্রতিটি জেলায় স্থানীয় এজেন্টদের মাধ্যমে চলছে এই অ্যাপগুলোর প্রকাশ্য মার্কেটিং।
শাকিব উদ্দিনের নিয়োজিত স্থানীয় দালালরা সাধারণ মানুষকে দ্রুত ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে বোকা বানাচ্ছে। তাদের প্ররোচনায় অ্যাপে বিনিয়োগ করে মানুষ হারাচ্ছে শেষ সম্বল। আর এই অ্যাপের আড়ালে দেশ থেকে হুন্ডি ও ডিজিটাল মাধ্যমে পাচার হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা। মূলত, দেশের কিছু অসাধু ব্যক্তি শাকিবের সহযোগী হিসেবে কাজ করছে, যারা কমিশন বা লাভের আশায় সাধারণ মানুষকে এই ফাঁদে ফেলছে।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, শাকিব উদ্দিনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী ও সচেতন মহলের দাবি, এখনই এই চক্রের লাগাম টেনে না ধরলে এবং শাকিব উদ্দিনসহ তার দেশীয় দোসরদের আইনের আওতায় না আনলে দেশের অর্থনীতি বড় ধরণের হুমকির মুখে পড়বে এবং আরও হাজারো মানুষ পথে বসবে।