বঙ্গনিউজবিডি ডেস্ক : অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে চাকরি থেকে ইস্তফা প্রদান করেছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে গত ৩১ অক্টোবর তাকে ইস্তফা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে ইস্তাফার বিষয়টি আজ রবিবার গণমাধ্যম জানতে পেরেছে। তবে কি কারণে তাকে ইস্তাফা প্রদান করা হলো সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি।
ইস্তফা দেওয়া পুলিশ কর্মকর্তা উৎপল দত্ত বিসিএস পুলিশ ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা। তিনি ছুটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন।
গত ৩১ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে (বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত) ২৬ মার্চ থেকে চাকরি থেকে ইস্তফা দেওয়া হল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হল।