1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী-কুষ্টিয়া রুটে বাস চলাচল শুরু ৪১ ঘন্টা পারে। শুক্রবারের মধ্যে পাওয়া যাবে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট: ডা. জাহিদ লক্ষ্মীপুরে আন্তঃজেলা ডাকাতদলের ৩ সদস্য গ্রেপ্তার কালিহাতীতে প্রশাসনের তত্ত্বাবধানে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন মনোহরদীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ট্রলি ও ভেকুর ব্যাটারী জব্দ ধ্বংস হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্যই ৩১ দফা কার্যকর প্রয়োজন: আমিনুল হক চিঠি আর ডাকপিয়ন আজ জাদুঘরের পথে… কয়রায় ক্ষুদ্র নৃ -গোষ্ঠীদের মাঝে হাঁস-মুরগীর খাদ্য বিতরণ মানবাধিকার সংলাপ তরুনদের ভাবনায় নতুন বাংলাদেশ গৌরনদীতে বালক-বালিকা অনুর্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ফের বার্সার হয়ে খেলবেন মেসি, আশা আলভেসের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লিওনেল মেসি আর দানি আলভেস, বার্সেলোনায় দু’জনে যেন ছিলেন হরিহর আত্মা। ন্যু ক্যাম্পকে অজস্র আনন্দের উপলক্ষও এনে দিয়েছিলেন দু’জনে। সময়ের স্রোতে দু’জনের বন্ধুত্ব মলিন হয়নি, তবে দু’জনের পরিচয়টা বদলে গেছে এখন। মেসি ছেড়ে গেছেন বার্সেলোনা। তবে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের আশা, শিগগিরই দু’জনের পরিচয়টা হবে এক। ফের একসঙ্গে খেলবেন বার্সেলোনার জার্সিতে।

২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত দানি আলভেস খেলেছেন বার্সেলোনায়। ২০১৫-১৬ মৌসুম শেষে তার চুক্তি আর নবায়ন করেনি দলটি। ফলে তিনি পাড়ি জমান জুভেন্তাসে। এরপর পিএসজি, সাও পাওলো হয়ে আবার ফিরেছেন তিনি বার্সায়।

তবে মাঝে ঘটে গেছে বড় এক পরিবর্তন। আলভেস ফেরার ঠিক আগের দলবদলেই নিয়মের বেড়াজালে পড়ে বার্সেলোনা ছাড়তে হয়েছে মেসিকে। ফলে দুই বন্ধুর একসঙ্গে খেলা সম্ভব হয়নি আর।

আলভেস ফিরলেও এখন পর্যন্ত প্রতিযোগিতামূলক ম্যাচে খেলা হয়নি বার্সার হয়ে। মাঝ মৌসুমে দলে ভিড়েছেন বলে তাকে অপেক্ষা করতে হচ্ছে আরেকটা দলবদল মৌসুম পর্যন্ত। তবে সেখানেও আবার বাধা পেয়েছেন তিনি। এবার করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন তিনি। ফলে কবে তিনি মাঠে ফিরবেন এ নিয়েও আছে সংশয়।

তবে আইসোলেশনে বসেই সম্প্রতি তিনি সাক্ষাৎকার দিয়েছেন কাতারের আলকাস স্পোর্টসকে। সেখানে তিনি কথা বলেছেন তার বার্সা ছেড়ে যাওয়া, আবার ফিরে আসা নিয়ে। প্রসঙ্গত উঠে এলো মেসির বিষয়টিও।

আলভেস সেই সাক্ষাৎকারে জানান, নিতান্ত অপারগ হয়েই মেসিকে ছাড়তে হয়েছে কাতালানদের। ব্রাজিল ডিফেন্ডারের ভাষ্য, ‘মেসিকে বার্সেলোনা ছেড়ে চলে যেতে হয়েছে, এটা ক্লাবের জন্য কঠিন একটা ধাক্কাই ছিল। ক্লাব অনেক সমস্যায় জর্জরিত ছিল। সে সময় ক্লাবের পক্ষে তাকে ধরে রাখাটাও প্রায় অসম্ভব ছিল।’

তবে মেসি বার্সা ছেড়ে গেলেও অদূর ভবিষ্যতে পরিস্থিতি বদলে যাবে, আর্জেন্টাইন মহাতারকা আবারও ফিরবেন দলে, আশাবাদ ব্যক্ত করেন আলভেস। বলেন, ‘মেসি বার্সা ছেড়ে যাক, এমনটা কখনোই চাইনি আমি। কারণ, সে ক্লাবের জীবন্ত এক কিংবদন্তি। দুর্ভাগ্যজনকভাবে আমাদের চাওয়া সবসময় পূরণ হয় না। তবে আমার আশা, শিগগিরই সব দুর্দশা দূর হয়ে যাবে, পরিস্থিতি অনুকূলে চলে আসবে। আমরা আবারও একসঙ্গে খেলতে পারবো।’

বর্তমানে আলভেসের দল বার্সেলোনা আছে বড় দিনের ছুটিতে। আগামী রোববার লা লিগায় মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে দলটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com