এস এম শাহ্ জালাল সাইফুল : উত্তরাঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের লক্ষ্যে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জ ও পাবনাসহ সমগ্র উত্তরাঞ্চলকে ঘিরে শিল্পায়ন, কর্মসংস্থান এবং সামাজিক ক্ষমতায়নের যে পরিকল্পনা তিনি উপস্থাপন করেছেন, তা বিএনপির আগামী দিনের অর্থনৈতিক ও রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি শান্তি, সহাবস্থান ও জনগণের জবাবদিহিতামূলক শাসনে বিশ্বাস করে। ধর্ম নয়, মানুষই বিএনপির রাজনীতির মূল কেন্দ্রবিন্দু—এ কথা স্পষ্ট করে দিয়ে তিনি বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেই একটি শান্তিপূর্ণ ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি।
তারেক রহমান বলেন, সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চল কৃষি ও ক্ষুদ্র শিল্পের অপার সম্ভাবনার জায়গা। কিন্তু এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে পরিকল্পিত শিল্পায়ন ও নতুন শিল্প পার্ক স্থাপন জরুরি। কৃষিকে টেনে তোলার পাশাপাশি লাখ লাখ তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে বিএনপির প্রধান লক্ষ্য।
উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জ পর্যন্ত কৃষিনির্ভর ও তাঁতভিত্তিক শিল্প অঞ্চল গড়ে তোলা হলে গ্রামীণ অর্থনীতি শক্ত ভিত্তি পাবে। এতে যেমন স্থানীয় কর্মসংস্থান বাড়বে, তেমনি বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে।
নারী শিক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের প্রশ্নেও বিএনপির অবস্থান স্পষ্ট করে তারেক রহমান বলেন, ধানের শীষের সরকার নারীদের স্বাবলম্বী করতে বদ্ধপরিকর। সে লক্ষ্যেই দেশের প্রত্যেক মায়ের হাতে ‘ফ্যামিলি কার্ড’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি—যা সামাজিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় সহায়তার একটি কাঠামোগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের বহু তরুণ বিদেশে গেলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে কাঙ্ক্ষিত সাফল্য পায় না। তাই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে, যাতে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ে। পাশাপাশি খেলাধুলায় প্রতিভাবান তরুণদের নিয়েও বিশেষ পরিকল্পনা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
সবশেষে তারেক রহমান বলেন, দেশ গড়ার দায়িত্ব কোনো একক দলের নয়—এটি সম্মিলিত প্রয়াসের বিষয়। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে, জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের প্রকৃত সমস্যার সমাধান সম্ভব—এমন প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা।