দাউদকান্দি (কুমিল্লা) প্রতিবেদক : কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনের দাউদকান্দি উপজেলা ঈদগাহ ময়দানে আজ দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে ভোটের রাজনীতিতে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দলটির আমীর ডা. শফিকুর রহমান। তাঁর পাশে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মনিরুজ্জামান বাহালুল, যা জোটগত রাজনৈতিক তৎপরতার দৃশ্যমান বার্তা হিসেবে ধরা পড়েছে।
বক্তব্যে ডা. শফিকুর রহমান দেশের চলমান রাজনৈতিক বাস্তবতা, গণতান্ত্রিক চর্চা এবং ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা নিয়ে সমালোচনামূলক বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত না হলে উন্নয়ন ও সুশাসনের কথা কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে। ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার ওপর জোর দিয়ে তিনি দাবি করেন, জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণই পারে রাষ্ট্রকে সঠিক পথে এগিয়ে নিতে। নির্বাচনকে সামনে রেখে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদেরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সমাবেশে ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল তাঁর বক্তব্যে জোটগত ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিচ্ছিন্ন রাজনীতির পরিবর্তে সমন্বিত উদ্যোগই এই অঞ্চলের উন্নয়ন ও জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারে। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান, ব্যক্তি নয়—নীতি ও আদর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার জন্য।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই সমাবেশ কুমিল্লা–১ আসনে জোট রাজনীতির অবস্থানকে আরও স্পষ্ট করেছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের ধারাবাহিক সভা-সমাবেশে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ভোটের মাঠে কে কতটা জনসমর্থন আদায় করতে পারে—তা নির্ধারণে এসব কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে, দাউদকান্দির ঈদগাহ ময়দানের এই সমাবেশ কেবল একটি দলীয় আয়োজন নয়; বরং এটি কুমিল্লা–১ আসনে আসন্ন ভোটযুদ্ধের প্রাক-মুহূর্তে জোটগত শক্তি প্রদর্শন ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার এক উল্লেখযোগ্য বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে।