খুলনা প্রতিনিধি ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ আসনে দশ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরয়ার পক্ষে মিছিল, গণসংযোগ ও পূর্ব জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় ফুলতলা বাজার বাসস্ট্যান্ড চত্বরে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে এই কর্মসূচি আয়োজন করা হয়। মিছিল শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মিয়া গোলাম পরয়ার, সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
এ সময় খুলনা জেলা ও ফুলতলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
প্রতিবেদক: মোঃ সবুর শেখ
ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা