বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সাক্ষাৎকে কেবল আনুষ্ঠানিকতা হিসেবে দেখার সুযোগ নেই—বরং এটি বহুমাত্রিক কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক স্থিতিশীলতা এবং আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সম্পাদকীয়ভাবে বলতে গেলে, ক্ষমতার বাইরে থেকেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে একটি প্রভাবশালী কমনওয়েলথ দেশের হাইকমিশনারের এই সাক্ষাৎ আন্তর্জাতিক পরিসরে দলটির রাজনৈতিক গুরুত্ব ও গ্রহণযোগ্যতার ইঙ্গিত বহন করে। বিশেষ করে চলমান রাজনৈতিক সংকট, নির্বাচন ও গণতন্ত্র ইস্যুতে আন্তর্জাতিক মহলের দৃষ্টি যখন বাংলাদেশমুখী, তখন এ ধরনের বৈঠক স্বাভাবিকভাবেই বাড়তি গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই সাক্ষাৎ প্রমাণ করে—বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এখনো একটি কেন্দ্রীয় ও অনিবার্য শক্তি। আন্তর্জাতিক কূটনীতির বাস্তবতায় গণতান্ত্রিক ধারায় বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সংলাপ অব্যাহত রাখাই যে বৈশ্বিক রীতি, তারই প্রতিফলন দেখা গেছে এই বৈঠকে।
বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, রাজনৈতিক অঙ্গনে এটি স্পষ্ট যে—এই সৌজন্য সাক্ষাৎ নিছক সৌজন্যের গণ্ডি পেরিয়ে ভবিষ্যৎ রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিয়ে গেছে।