1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জকসু নির্বাচনে শীর্ষ তিন পদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগদান করলেন দেড় শতাধিক পরিবহন শ্রমিক জনগণের প্রত্যাশা ও নেতৃত্বের সন্ধিক্ষণ: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের রূপরেখা জকসু ও হল সংসদ নির্বাচন: আংশিক ফল প্রকাশ, ভিপিতে ছাত্রদল-অধিকার পরিষদ, জিএস-এজিএসে শিবির এগিয়ে মার্কিন ভিসা বন্ডের তালিকায় যুক্ত হলো বাংলাদেশসহ ৩৮ দেশ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে(১১তাং থেকে ১৪তাং)পর্যন্ত দেশের ৪ জেলায় সফরে যাচ্ছেন “তারেক রহমান” নির্বাচন-পরবর্তী উন্নয়নে ইইউর সক্রিয় সহায়তা চাইল বিএনপি গণতন্ত্র ও জনগণের স্বার্থে দৃঢ় অবস্থানের কথা জানালেন তারেক রহমান ৬ দফা দাবী নিয়ে পরিযায়ী শ্রমিকরা মিছিল করে, রাজ্যপাল এবং কেন্দ্রীয় ও রাজ্য শ্রম দপ্তরে ডেপুটেশন দিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বীরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক, রবিবার (০৪ জানুয়ারি):
আপোষহীন গণতন্ত্রের প্রতীক, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া–এর রুহের মাগফিরাত কামনায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুর ১২টায় হাসপাতালের কনফারেন্স রুমে আয়োজিত এ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ, অধ্যাপক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, কার্ডিয়াক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. খবির উদ্দিন আহমেদ, ভাস্কুলার সোসাইটির আহ্বায়ক অধ্যাপক ডা. বজলুল গনি ভূঁইয়া, বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের আহ্বায়ক অধ্যাপক ডা. খালেকুজ্জামানসহ দেশের প্রথিতযশা চিকিৎসকবৃন্দ।
দোয়া মাহফিল-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী বলেন,
“বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশের নয়, বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের নাম। আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যাপক সুনাম ও গ্রহণযোগ্যতা ছিল। দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় তিনি আপোষহীন সংগ্রাম করেছেন।”
তিনি বলেন,
“দীর্ঘদিন কারাবন্দি থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বারবার বিদেশে চিকিৎসার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি দৃঢ়ভাবে বলেছিলেন— আমি দেশের মাটিতেই চিকিৎসা নেব, দেশের মাটিতেই থাকব। শেষ পর্যন্ত তিনি দেশের মাটিতেই ইন্তেকাল করেন।”
পরিচালক আরও বলেন,
“তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। স্বৈরাচার ও নিপীড়নের বিরুদ্ধে আপোষহীন অবস্থানের কারণেই তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। ইতিহাস সাক্ষী— তিনি ছিলেন গণতন্ত্রের অদম্য যোদ্ধা।”
আলোচনা শেষে হাসপাতালের ইমাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত, তার শোকসন্তপ্ত পরিবার এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে গভীর শ্রদ্ধা ও আবেগের সঙ্গে দেশনেত্রীকে স্মরণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com