1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ ঠাকুরগাঁওয়ে বিএনপিতে যোগদান করলেন দেড় শতাধিক পরিবহন শ্রমিক জনগণের প্রত্যাশা ও নেতৃত্বের সন্ধিক্ষণ: তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের রূপরেখা জকসু ও হল সংসদ নির্বাচন: আংশিক ফল প্রকাশ, ভিপিতে ছাত্রদল-অধিকার পরিষদ, জিএস-এজিএসে শিবির এগিয়ে মার্কিন ভিসা বন্ডের তালিকায় যুক্ত হলো বাংলাদেশসহ ৩৮ দেশ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে(১১তাং থেকে ১৪তাং)পর্যন্ত দেশের ৪ জেলায় সফরে যাচ্ছেন “তারেক রহমান” নির্বাচন-পরবর্তী উন্নয়নে ইইউর সক্রিয় সহায়তা চাইল বিএনপি গণতন্ত্র ও জনগণের স্বার্থে দৃঢ় অবস্থানের কথা জানালেন তারেক রহমান ৬ দফা দাবী নিয়ে পরিযায়ী শ্রমিকরা মিছিল করে, রাজ্যপাল এবং কেন্দ্রীয় ও রাজ্য শ্রম দপ্তরে ডেপুটেশন দিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বীরগঞ্জে বিএনপির দোয়া মাহফিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের কঠোর দিকনির্দেশনা

প্রধান বিচারপতির সংবর্ধনায় খালেদা জিয়াকে স্মরণ: বিচার বিভাগের মঞ্চে উচ্চারিত হলো গণতন্ত্রের নাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : নবনিযুক্ত প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে দেশের বিচার বিভাগের সর্বোচ্চ মঞ্চ থেকেই গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে।
রোববার (আজ) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর বিচার বিভাগের এই আনুষ্ঠানিক আয়োজনে গণতন্ত্র, স্বাধীনতা ও সংগ্রামের প্রতীক হিসেবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম—যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ স্পষ্ট ভাষায় বলেন,
“অতি সম্প্রতি বিরল সম্মানের সাথে বিদায় নেয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি এই জাতি ও গণতন্ত্র রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।”
তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা বক্তব্যে সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন,
“দেশের বিচার বিভাগের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া দীর্ঘ ও আপসহীন সংগ্রাম করেছেন। ইতিহাস তাকে কখনো অস্বীকার করতে পারবে না।”
তার বক্তব্যে বিচার বিভাগ ও গণতন্ত্রের প্রশ্নে বেগম জিয়ার অবদানের বিষয়টি সুস্পষ্টভাবে উঠে আসে।
অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, জ্যেষ্ঠ আইনজীবী, আদালতের কর্মকর্তা এবং দায়িত্বশীল গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। অবকাশ শেষে আদালতের নিয়মিত কার্যক্রমের প্রথম দিনেই তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়। একইসঙ্গে এই আয়োজন বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক মঞ্চে গণতন্ত্রের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়ার স্মরণকে নতুন করে রাজনৈতিক বার্তায় পরিণত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com