বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : রাজধানীর গুলশান আজাদ মসজিদে আজ আয়োজিত দোয়া মাহফিল ও মিলাদে আপোষহীন দেশনেত্রী, বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পবিত্র আত্মার মাগফিরাত কামনা করা হয়। শোক, শ্রদ্ধা ও নীরব অশ্রুসিক্ত পরিবেশে অনুষ্ঠিত এই দোয়া ও মোনাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আত্মীয়স্বজনসহ উপস্থিত থেকে দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
দোয়া মাহফিলে বিএনপির শীর্ষ ও তৃণমূল নেতৃত্বের দৃঢ় উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অনুষ্ঠানে দেশনেত্রীর গণতন্ত্র পুনরুদ্ধার, বহুদলীয় রাজনীতির বিকাশ এবং স্বৈরতন্ত্রবিরোধী আপসহীন সংগ্রামের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি দলের নেতা নন—তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশনেত্রীর আদর্শে অবিচল থেকে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকারের সংগ্রাম অব্যাহত রাখবে। দোয়া ও মোনাজাতে দেশ ও জাতির মুক্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং শহীদদের রূহের মাগফিরাত কামনা করা হয়।