বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মাহমুদুল হাসান ইন্তেকাল করেছেন। আজ (৩১ ডিসেম্বর) দুপুর ৩টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তাঁর ইন্তেকালে বিএনপিসহ রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুম মাহমুদুল হাসান একজন দেশপ্রেমিক ও আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত ছিলেন। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল ছিলেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী হয়ে আজীবন রাজনীতি করেছেন।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি ছিলেন একজন আপোষহীন যোদ্ধা। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন।
জনসেবার মহান ব্রত সামনে রেখে রাজনীতি করায় সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নিজ এলাকা ছাড়াও সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। একাধারে প্রাজ্ঞ, জনঘনিষ্ঠ ও বিনয়ী মানুষ হিসেবে সর্বমহলে তাঁর ছিল অকৃত্রিম গ্রহণযোগ্যতা।
বর্তমান সময়ে তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের ইন্তেকালে দল ও দেশ একজন অভিভাবকতুল্য নেতাকে হারালো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
মরহুম মাহমুদুল হাসানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।