বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, দাফন, সাধারণ জনগণের শ্রদ্ধা জ্ঞাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
সভায় বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রটোকল অনুসরণ, বিশাল জনসমাগম নিয়ন্ত্রণ, যান চলাচল ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাধারণ জনগণ যেন সুশৃঙ্খলভাবে শেষ শ্রদ্ধা জানাতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে এবং এ উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট মাঠে থাকবে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বলে তিনি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম। তিনি বলেন, ব্যক্তিগত নিরাপত্তার পাশাপাশি শোকসভা ও দাফনকেন্দ্রিক জনসমাগমকে নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে বলে সভা থেকে আশ্বাস দেওয়া হয়।