নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর পর দলের কেন্দ্রীয় কার্যালয়ে বসেছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৭ মিনিটে তিনি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন।
এর আগে বিকেল ৩টায় গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন থেকে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশে রওনা হন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানান।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, দলের যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানকালে তারেক রহমান দলের সাংগঠনিক ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। একইসঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
দীর্ঘ সময় পর তারেক রহমানের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিতিকে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।