বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান—যে বাংলাদেশে নারী, শিশু কিংবা যে কেউ ঘর থেকে বের হলে নিরাপদে আবার ঘরে ফিরতে পারবে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। এই দেশের মানুষ আজ কথা বলার অধিকার ফিরে পেতে চায়।”
তিনি আরও বলেন, দেশের মানুষ চায় যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত হোক। “আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার,”—যোগ করেন তিনি।
এদিন বিকেল ৩টা ৫০ মিনিটে গণসংবর্ধনার মঞ্চে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে তিনি সংবর্ধনাস্থলে আসেন। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট সড়ক পর্যন্ত পথে পথে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অভিবাদনের জবাব দিতে দেখা যায় তাকে। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
গণসংবর্ধনা অনুষ্ঠানে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে তারেক রহমানকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরো এলাকা জুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।