বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি :দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লবিতে অবস্থানকালে প্রধান উপদেষ্টার সঙ্গে এই ফোনালাপ হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কথোপকথনের শুরুতেই তারেক রহমান প্রধান উপদেষ্টার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
আলাপকালে তারেক রহমান দেশে ফেরার প্রেক্ষাপটে সরকারের পক্ষ থেকে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, তাঁর নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিশেষ করে ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যে সতর্কতা অবলম্বন করা হয়েছে, তার জন্য তিনি ও তাঁর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সূত্র জানায়, প্রধান উপদেষ্টার সঙ্গে এই সংক্ষিপ্ত কিন্তু সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় পারস্পরিক সম্মান ও শুভেচ্ছা বিনিময় হয়।
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও আগ্রহের সৃষ্টি করেছে।