স্টাফ রিপোর্টার : সমঝোতার ভিত্তিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোর জন্য আটটি আসন ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর মধ্যে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানকে দুটি আসন দেওয়া হয়েছে। পাশাপাশি ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, “যেসব রাজনৈতিক দল আমাদের সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নিয়েছে, তাদের সঙ্গে দীর্ঘ আলোচনা ও সমঝোতার মাধ্যমে আমরা কয়েকটি আসনে একমত হয়েছি। এই তালিকার বাইরেও আলোচনা চলমান রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা আপনাদের জানানো হবে।”
তিনি জানান, সমঝোতার ভিত্তিতে যেসব আসনে জোটসঙ্গীরা প্রার্থী হবেন—
বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
পিরোজপুর-১: জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার
নড়াইল-২: এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ
যশোর-৫: ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস
পটুয়াখালী-৩: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর
ঝিনাইদহ-৪: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান
ঢাকা-১২: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক
ব্রাহ্মণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
এ ছাড়া তিনি বলেন, কুমিল্লা-৭ আসনে রেদোয়ান আহমেদ এবং ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে প্রার্থী করা হয়েছে। রেদোয়ান আহমেদ ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছেন এবং ববি হাজ্জাজ শিগগিরই আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেবেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, “যারা নির্বাচনী সমঝোতার মাধ্যমে অংশ নিচ্ছেন, তারা নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচন করবেন। আর যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।”
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।