দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন। সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হন। পরে বিজয়ের চেতনাকে ধারণ করে র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী চলাকালে নেতাকর্মীরা হাতে জাতীয় ও দলীয় পতাকা বহন করেন এবং ‘বাংলাদেশ জিন্দাবাদ’, ‘শহীদ জিয়াউর রহমান অমর রহে’সহ বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।
র্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপি সবসময় আপসহীন। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।