বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : ঐতিহাসিক ৬ ডিসেম্বর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “৬ ডিসেম্বর বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। এই দিনে স্বৈরশাসনের পতনের মাধ্যমে জনগণের বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল।”
শুক্রবার (৫ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি ১৯৯০ সালের গণআন্দোলনে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারেক রহমান বলেন, “ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়েই স্বৈরশাসনের অবসান হয়েছিল। সেই ঐতিহাসিক সংগ্রাম আমাদের গণতন্ত্রের জন্য অনন্ত প্রেরণার উৎস।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হয়েছে। আজও গণতন্ত্রকে পূর্ণভাবে পুনরুদ্ধার করতে হলে দেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে নিরলস সংগ্রাম চালিয়ে যেতে হবে।”
তারেক রহমান বলেন, “স্বৈরাচারবিরোধী আন্দোলনের শিক্ষা হলো—জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। কোনো অপশক্তি জনগণের ঐক্যকে পরাজিত করতে পারে না।”
বার্তায় তিনি দেশবাসীকে গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পদত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। দিনটি প্রতিবছর গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক হিসেবে স্মরণ করা হয়।