বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে তারা সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যপর্যবেক্ষণে যুক্ত হন।
এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, বুধবার সকালে যুক্তরাজ্য থেকে এবং সন্ধ্যায় চীন থেকে আরও একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসবে। এসব বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন।
ডা. জাহিদ হোসেন বলেন, যুক্তরাষ্ট্র, চীন, কাতার, সৌদি আরব, পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চিকিৎসা সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, “বিদেশে নেওয়ার বিষয়ে আগেও বলেছি—সবকিছু নির্ভর করছে মেডিকেল বোর্ডের পরামর্শ ও রোগীর অবস্থার ওপর। বিশেষজ্ঞরা মূল্যায়ন করার পর যদি মনে করেন তাকে বিদেশে নিতে হবে এবং রোগী ট্রান্সফারেবল অবস্থায় থাকেন—তাহলেই সেই সিদ্ধান্ত নেওয়া হবে।”
তিনি আরও জানান, “আল্লাহর অশেষ রহমতে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, বেগম জিয়া সেটি মেনে চলছেন।”
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে দুই দিন আগে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে মুক্তি পান খালেদা জিয়া। কারাবন্দী থাকা অবস্থায় তার সাজা স্থগিত করে আগের সরকার কয়েক দফা মুক্তির মেয়াদ বাড়ালেও তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। ৮ জানুয়ারি তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান এবং চার মাস পর দেশে ফেরেন।
বিএনপি চেয়ারপারসনের দ্রুত আরোগ্য কামনায় পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।