বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যখন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার ঝড় বইছে, ঠিক তখনই তার নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করল সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, তারেক রহমানসহ দেশের যেকোনো নাগরিকের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন—
“বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। যাদের জন্য বিশেষ নিরাপত্তা প্রয়োজন—সরকার প্রস্তুত আছে তা দিতে।”
দেশে ফেরা নিয়ে কোর কমিটিতে আলোচনা হয়নি
সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
“এ বিষয়টি নিয়ে আজকের বৈঠকে কোনো আলোচনা হয়নি।”
তবে তিনি আবারও জোর দিয়ে বলেন—মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বদাই সতর্ক ও প্রস্তুত।
বিএনপির দাবি—তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরছেন
অপরদিকে বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতির কথা নিশ্চিত করা হয়েছে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার রাতে দলের বৈঠক শেষে বলেন—
“জনগণের প্রত্যাশার প্রতিফলন হিসেবেই তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। দলের ভেতরে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি আছে।”
এই বক্তব্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।
কোর কমিটির বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দু—নির্বাচন ও নিরাপত্তা
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কোর কমিটির বৈঠকে মূলত তিনটি বিষয় গুরুত্ব পেয়েছে—
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি,
ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিতকরণ,
এবং মাদকবিরোধী চলমান বিশেষ অভিযান।
তিনি বলেন,
“নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়—সেজন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। যেখানে প্রয়োজন, সেখানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হবে।”
রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উত্তাপ
তারেক রহমানের দেশে ফেরার জোরালো আলোচনা এবং নির্বাচনকে ঘিরে সক্রিয়তার ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের প্রত্যাবর্তন বর্তমান রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
অন্যদিকে সরকার বলছে—জনগণের নিরাপত্তা ও নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।