বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য দেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের বৈঠক ছিল আমাদের নিয়মিত বৈঠক। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিশেষভাবে আলোচনা হয়েছে। দলীয়ভাবে জানানো হয়েছে যে, তার চিকিৎসা বিষয়ে ডা. এ জেড এম জাহিদ বিস্তারিত কথা বলবেন।”
তিনি জানান, বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বৈঠকে বিএনপি নেতৃত্বের একটি অংশ তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয়ও আলোচনায় তোলে।