বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত কয়েক দিন ধরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকদের বিশেষায়িত দল তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে।
তার এই গুরুতর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। কাতারভিত্তিক আল জাজিরা, গালফ নিউজ, পাকিস্তানের ডন, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও এএফপি, ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি)—সহ বিশ্বব্যাপী প্রভাবশালী গণমাধ্যমগুলো খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করছে। এসব প্রতিবেদনে তার দীর্ঘ রাজনৈতিক জীবন, সাম্প্রতিক স্বাস্থ্যজটিলতা এবং উন্নত চিকিৎসা নিয়ে চলমান বিতর্ক বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
গত তিন দিন ধরে ‘একই পর্যায়ে’ অবস্থান করছেন—চিকিৎসক জাহিদ হোসেন
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে রয়েছে। তিনি বলেন—
“খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন। তবে তিনি হাসপাতালে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পাচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল হলেও এখনও ঝুঁকি পুরোপুরি কাটেনি।”
ডা. জাহিদ আরও জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর বিষয়ে মূল্যায়ন করছে।
“মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই খুব দ্রুতই তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করা হবে,”—বলেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমে বিশেষ গুরুত্ব
আল জাজিরার প্রতিবেদনে খালেদা জিয়ার রাজনৈতিক অতীত, সাম্প্রতিক আইনগত জটিলতা এবং বারবার বিদেশে চিকিৎসা নিয়ে বাধাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে—বিএনপির শীর্ষ নেত্রীর দীর্ঘমেয়াদি শারীরিক অবস্থা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
গালফ নিউজ এবং ডন তাদের প্রতিবেদনে বিএনপির অভ্যন্তরীণ অস্থিরতা, লন্ডনে অবস্থানরত তারেক রহমানের ভূমিকা এবং চালু রাজনৈতিক পরিস্থিতির সাথে খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটের যোগসূত্র তুলে ধরেছে।
পরিবার ও দলের ‘দোয়ার আহ্বান’
খালেদা জিয়ার পরিবার, দল ও সমর্থকরা দেশের জনগণের প্রতি তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
বিএনপি নেতাদের মতে, দেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচনাকারী এই নেত্রীর জীবন-মৃত্যুর সঙ্কট সমগ্র জাতির জন্যই গভীর বেদনার।
বিদেশে নেওয়ার জন্য অপেক্ষা শুধু মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের মতে, তার লিভার ও অন্যান্য জটিল রোগের উন্নত চিকিৎসা দেশে সম্ভব নয়। চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বিদেশে স্থানান্তর প্রয়োজন।
বর্তমানে সব প্রক্রিয়া প্রস্তুত থাকলেও শেষ সিদ্ধান্তের অপেক্ষায় আছে পরিবার ও দলীয় নেতারা।