বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কুমিল্লা ০১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, দলের জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে আজ মেঘনা উপজেলায় অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক গণমিছিল, যা পুরো এলাকা জুড়ে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ ও জনসমুদ্রের ঢল।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরের পর থেকেই উপজেলার প্রবেশমুখ থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত মানুষের ঢল নামে।
মেঘনা উপজেলার প্রতিটি রাস্তা পরিণত হয় জনতার তরঙ্গে
সকাল থেকেই বিভিন্ন ইউনিয়নের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিল-সমাবেশের পতাকা-ব্যানার হাতে নৌকা, অটোরিকশা, মোটরসাইকেল, পিকআপ ও পায়ে হেঁটে সমবেত হন।
মেঘনার হাজীগাঁও বাজার, বাহেরচর, দৌলতপুর, বাগানবাড়ি, গোবিন্দপুরসহ সর্বত্র দেখা যায় মানুষের আনাগোনা ও ভীড়।
রাস্তার দুই পাশে নারী-পুরুষ ও শিশুরা দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানায় প্রার্থীকে।
স্থানীয় এক প্রবীণ বলেন—
“৩০-৩৫ বছরে এমন গণমিছিল আমরা আর দেখিনি। আজ মনে হচ্ছে মেঘনা জাগছে।”
প্রার্থীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস
গণমিছিলে ড. মোশাররফ হোসেনকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। সাধারণ কর্মী থেকে শুরু করে তরুণ ভোটার—সবার মুখে একটাই স্লোগান:
“গণতন্ত্রের প্রতীক—ধানের শীষ!”
তরুণরা ব্যানার নিয়ে বলেন—
“আমরা পরিবর্তন চাই, নিরাপদ ভবিষ্যত চাই। আজকের মিছিল আগামী দিনের বিজয়ের ঘোষণা।”
ড. মোশাররফ হোসেনের হৃদয়ছোঁয়া বক্তব্য
গণমিছিল শেষে বিশাল জনসমাবেশে ড. খন্দকার মোশাররফ বলেন—
“মেঘনা–দাউদকান্দির মানুষের ভালোবাসা আমাকে নতুন শক্তি দেয়। আপনারা পরিবর্তনের স্রোত তৈরি করেছেন। ধানের শীষের বিজয় মানে মানুষের বিজয়।”
তিনি আরও বলেন,
“এ এলাকার নদীভাঙন, বেকারত্ব, কৃষকদের সংকট, অবকাঠামোর দুর্দশা—সব কিছুর স্থায়ী সমাধান করতে আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”
নেতাকর্মীদের মন্তব্য: ‘এটাই গণঅভ্যুত্থানের রূপ’
বিএনপির স্থানীয় নেতারা জানান—
আজকের গণমিছিল শুধু একটি জনসমাবেশ নয়, বরং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের এক সুস্পষ্ট বার্তা।
এক যুবনেতা বলেন—
“মেঘনা দেখিয়ে দিয়েছে জনগণ কাকে চায়। এই জনসমুদ্রই আগামী দিনের বিজয়ের ভিত্তি।”
শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুরো কর্মসূচি
বড় আকারের সমাবেশ হলেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বেচ্ছাসেবক ও স্থানীয় কমিটির সদস্যরা পুরো মিছিলকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন।
নৌপথ থেকে আসা মানুষের জন্য আলাদা নির্দেশনা, রাস্তার ওপর নিরাপত্তা বেষ্টনী এবং স্বেচ্ছাসেবকদের মানবশৃঙ্খল প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো।
মেঘনার মানুষের নতুন আশার আলো
স্থানীয় কৃষক, শ্রমজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণদের ধারণা—
একজন অভিজ্ঞ প্রশাসক, মুক্তিযোদ্ধা ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতৃত্ব হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেন তাদের সমস্যাকে গভীরভাবে বোঝেন এবং সমাধান করতে সক্ষম হবেন।
এক গৃহিণী বলেন—
“আমরা উন্নয়ন চাই, শান্তি চাই। আজকের এই মিছিল আমাদের আশা আরও বাড়িয়ে দিল।”