বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : কুমিল্লা-০১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) দাউদকান্দি উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
বক্তব্যে তিনি বলেন,
“সময়ের দাবি—❝ধানের শীষ❞কে বিজয়ী করা। মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার পুনরুদ্ধারের সংগ্রামে এই আসন থেকে একটি শক্তিশালী গণজোয়ার তৈরি করতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনই আমাদের শক্তি।”
এ সময় স্থানীয় নেতৃবৃন্দ, যুবকর্মী, গৃহিণীসহ বৃহত্তর এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।