বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কার্ডিয়াক কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় শুধু বিএনপি নয়—দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে রাজনীতিক, ব্যবসায়ী, পেশাজীবী এবং সাধারণ মানুষ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সারাদেশব্যাপী চলছে দোয়া মাহফিল ও তানযীমের আয়োজন।
এই ধারাবাহিকতার অংশ হিসেবে শনিবার (২৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারের গ্র্যান্ড প্লাজার দ্বিতীয় তলায় বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট মহানগর যুবদলের সদস্য এবং সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ–সাধারণ সম্পাদক জয়নাল আহমেদের উদ্যোগে আয়োজিত এই দোয়া মাহফিলে বিপুলসংখ্যক নেতাকর্মী, স্থানীয় ব্যবসায়ী এবং সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।
মাহফিলে অংশ নেন বিএনপির হাতিরঝিল থানা আহ্বায়ক কমিটির সদস্য এম আর ওয়াহাব, হাতিরঝিল থানা জিয়া সাইবার ফোর্সের সাধারণ সম্পাদক মো. রাসেল, গ্র্যান্ড প্লাজা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ রাসেল, বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন, আজহার খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মাসুদুর রহমান, ব্যবসায়ী তৈয়বুর রহমান, ব্যবসায়ী মাওলাদ হোসেনসহ গ্র্যান্ড প্লাজা শপিং মলের সকল ব্যবসায়ী।
বক্তারা বলেন, “দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশের কোটি মানুষের প্রতীক। তাঁর বর্তমান শারীরিক সংকট জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা তাঁর সুস্থতার জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা করছি।”
অনেকেই অভিযোগ করেন, উন্নত চিকিৎসার সুযোগ সৃষ্টি করা না হলে খালেদা জিয়ার জীবন আরও ঝুঁকির মুখে পড়তে পারে। বক্তারা তাঁর চিকিৎসায় সহায়তার পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
দোয়া মাহফিলের শেষে দেশ ও জাতির শান্তি, বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশেষ করে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দীর্ঘ মোনাজাত পরিচালনা করা হয়। উপস্থিত নেতাকর্মী ও ব্যবসায়ীরা আবেগাপ্লুত হৃদয়ে হাত তুলে তাঁর সুস্থতার জন্য প্রার্থনা জানান।
জয়নাল আহমেদ জানান,
“দেশনেত্রীর সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষ আজ দোয়া করছে। আমরাও আমাদের স্থানীয় পর্যায় থেকে সেই দোয়ার অংশ হতে চেয়েছি। তাঁর সুস্থতা ছাড়া আজ আমাদের আর কোনো বড় প্রার্থনা নেই।”
গত কয়েক মাস ধরেই খালেদা জিয়া নানা শারীরিক জটিলতায় ভুগছেন। সম্প্রতি অবস্থার অবনতি হলে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই তিনি রয়েছেন।