বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার এই গুরুতর অসুস্থতার পরিস্থিতি তুলে ধরে দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তারেক রহমান লেখেন,
“বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তাঁর রোগমুক্তির জন্য দেশের সকল স্তরের নাগরিক দোয়া অব্যাহত রেখেছেন।”
তিনি আরও উল্লেখ করেন, প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সবধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার রোগমুক্তির জন্য দেশবাসীর সঙ্গে দোয়া করেছেন। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি।
তারেক রহমান বলেন,
“বন্ধু প্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।”
জিয়া পরিবারের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন,
“সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সবার দোয়া ও ভালোবাসার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। তাঁর আশু রোগমুক্তির জন্য দোয়া অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।”
স্ট্যাটাসের শেষ অংশে দীর্ঘদিন ধরে মায়ের সান্নিধ্য না পাওয়ার বেদনা প্রকাশ করে তারেক রহমান বলেন,
“এমন সঙ্কটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও রয়েছে। কিন্তু এতে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। রাজনৈতিক বাস্তবতা অনুকূলে এলেই স্বদেশ প্রত্যাবর্তনে আমার দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটবে বলে আমরা আশাবাদী।”
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণে বিএনপি এবং দেশব্যাপী তার সমর্থকদের মধ্যে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। তার শারীরিক অবস্থার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণের ওপরই এখন নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত।