1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦ জুমার নামাজের পর খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আহ্বান সরকারের সাংবাদিক মো. শরিফুল ইসলাম পেলেন ‘স্বাধীন সংবাদ সম্মাননা পদক–২০২৫’ দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার লন্ডন যাত্রায় ১৫ জনের সফরসঙ্গী তালিকা প্রকাশ স্থায়ী বিশেষজ্ঞ প্যানেল-এর সেমিনার অনুষ্ঠিত

ঢাকা কম্পিউটার সিটি রাজধানীতে প্রযুক্তিখাতে নতুন কেন্দ্রবিন্দু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ: ঢাকা কম্পিউটার সিটি (DCC)-এর উদ্যোগে ০৯ নভেম্বর ২০১৫ইং তারিখে Get-Together অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ ও আইটি উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (BCS)-এর সেক্রেটারি মুহাম্মদ মনিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল-মামুন ও মোঃ জাফর আহম্মেদ।
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রেসিডেন্ট ও স্মার্ট টেকনোলজির (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো জহিরুল ইসলাম বলেন, ঢাকা কম্পিউটার সিরী দেশের তথ্যপ্রযুক্তি খাতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এটি শুধু একটি ভবন নয়, বরং আইটি ব্যবসায়ীদের জন্য একটি কেন্দ্রীয় সহযোগিতার প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য হলো, এই প্রকল্পের মাধ্যমে ব্যবসায়ীদের জন্য আন্তর্জাতিক মানের পরিবেশ সৃষ্টি করা, যেখানে তারা নিরাপদে ও আধুনিকভাবে ব্যবসা পরিচালনা করার পারবেন। এটি বাংলাদেশের আইটি খাতে নতুন উচ্চতা এনে দেবে।
বাংলাদেশ অম্পিউটার সমিতির (বিসিএস) পরিচালক ও ওয়েলকিন কম্পিউটার্স-এর স্বত্বাধিকারী এবং ঢাকা কম্পিউটার সিটি র অন্যতম উদ্যোক্তা নজরুল ইসলাম হাজারী বলেন, আমরা আইটি ব্যবসায়ীদের জন্য এমন একটি জায়গা তেরি করছি, না তাদের জন্য স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধান দেবে। ২০০৬ সালে আমরা বিসিএস কম্পিউটার সিটি ইসিএস কম্পিউটার সিটি (মাল্টিপ্লান) প্রতিষ্ঠা করেছিলাম, এখন ঢাকা কম্পিউটার সিটি (ডিসিসি) সেই সাফল্যেরই পরবর্তী ধাপ। এখানে ব্যবসায়ীরা মালিকানা সুবিধা পাবেন, পাশাপাশি ব্যাংক লোন ও সহজ কিস্তিতে দোকান কেনার সুযোগ থাকছে।

ঢাকা কম্পিউটার সিটির-পরিচালক এবং টেকনো প্রাণের-চেয়ারম্যান মোঃ সেলিম বলেন, ঢাকা কম্পিউটার সিটি হচ্ছে নতুন প্রজন্মের আইটি হাব। আমাদের লক্ষ্য, রাজধানীতে এমন একটি স্থায়ী কেন্দ্র গড়ে তোলা, যেখানে প্রযুক্তি উদ্যোক্তারা একত্রে কাজ করতে পারবেন। আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো দিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলছি। এটি দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করে তুলবে।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেশের বিভিন্ন আইটি প্রতিষ্ঠানের প্রতিনিধি, যারা ঢাকা কম্পিউটার সিটি (DCC) প্রকন্দ্রের সাফল্য কামনা করেন এবং ঢাকা কম্পিউটার সিটি (DCC) কে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি ব্যবসার একটি নতুন অধ্যায় হিসেবে অভিহিত করেন।
হাজারী গ্রুপের একটি যৌথ প্রকল্প হিসেবে ঢাকার ২ ইস্কাটন রোডস্থ ১৫ তলা বিশিষ্ট ঢাকা কম্পিউটার সিটি (DCC) -আইটি কমপ্লেক্সটি এক ছাদের নিচে প্রযুক্তি ব্যবসা, সেবা ও উদ্ভাবনের নতুন কেন্দ্রবিন্দু হিসেবে আত্মপ্রকাশ করেছে।
ঢাকা কম্পিউটার সিটির উদ্যোক্তাদের দাবি, এটি হবে দেশের সবচেয়ে আধুনিক আইটি বাণিজ্যিক ভবন। এখানে থাকছে রেডি দোকান ও অফিস স্পেস, যা পাওয়া যাবে ভাড়ার টাকায় সাব কাবলা মালিকানা পদ্ধতিতে। পাশাপাশি উদ্যোক্তারা পাবেন ব্যাংক লোন ও সহজ কিস্তিতে অর্থ পরিশোধের সুযোগ। যা তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু সহজ করে তুলবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com